গোয়ালন্দে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন
- Update Time : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৫০ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অংশ হিসেবে এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক কাওছার আহমেদ , পুলিশ সুপার এস এম শাকিলুজ্জামান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মুন্সি , উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন , সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, রাজবাড়ী জেলা ইসলামি ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্লাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।
দ্বিতল বিশিষ্ট এ মডেল মসজিদে রয়েছে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা নামাজের জন্য সুপ্রশস্ত জায়গা ছাড়াও লাইব্রেরি, কনফারেন্স রুম, মক্তব, রেস্ট হাউস, ইসলামিক ফাউন্ডেশন অফিস, পার্কিং, ইসলামী শপ, লাশ ধোয়ার ঘর, অজুখানা, ওয়াশব্লক, সিড়ি, ইমাম ও মুয়াজ্জিনের থাকার কক্ষ, ৯৫ ফুট মিনার, আধুনিক আলোকসজ্জা, এসি, মার্বেলস টাইলস সহ উন্নত ফিটিংস, প্রাক ইসলামী শিক্ষা কেন্দ্র, ডাইনিং প্রভৃতি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়