রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনের যাবজ্জীবন
- Update Time : ০৬:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ১৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন অঞ্জু বেগম (৪৬) কে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মোঃ নুর আলম শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত।
সোমবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত নুর আলম রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর মাজার পাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর জুট মিল এলাকায় ২০১৮ সালের ১১ মার্চ একটি অনুষ্ঠানের খাওয়া-দাওয়া শেষে রাত ৮টার দিকে কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখা যায়। পরদিন ১২ মার্চ বেলা সাড়ে ১১ টার সময় আলীপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান শওকত হাসানের মেহগনি বাগানের মধ্যে থেকে অঞ্জুর শ্বাসরোধে হত্যা করা মরদেহ করে থানা পুলিশ লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে ১৯ মার্চ অঞ্জুর ভাই আনোয়ার হোসেন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর মাজার পাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে মোঃ নুর আলম শেখকে গ্রেপ্তার করে। তিনি আদালতে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ সাইফুল হক বলেন, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগটি প্রমানিক হওয়ায় মোঃ নুর আলম শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে। এ রায়ে তারা সন্তষ্ট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়