গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- Update Time : ১১:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১১০ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আবার একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি কুদ্দুস-উল-আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান, সাবেক সভাপতি ও কালের কন্ঠ’র গোয়ালন্দ প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, সাবেক সভাপতি ও বৈশাখী টেলিভিশন এর রাজবাড়ী প্রতিনিধি, সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আজু সিকদার, সিনিয়র সহ সভাপতি ও মোহনা টেলিভিশন, দৈনিক ভোরের পাতা’র গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, সহ সভাপতি ও দৈনিক সংবাদ’র গোয়ালন্দ প্রতিনিধি রাজিব শেখ, সহ-সাধারণ সম্পাদক উদায় দাস, দৈনিক যুগান্তর এর রাজবাড়ী প্রতিনিধি মো. হেলাল মাহমুদ, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কন্ঠ’র গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দৈনিক খোলা কাগজ ও ডেইলি অবজারভার এর গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মঈনুল হক মৃধা, দৈনিক দেশ রূপান্তর এর গোয়ালন্দ প্রতিনিধি সরোয়ার মিরাজ, দৈনিক গণমুক্তি’র গোয়ালন্দ প্রতিনিধি মো.সাইফুর রহমান পারভেজ প্রমূখ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক যায়যায়দিন পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়