রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ২৩৯ জনের অংশ গ্রহণ

- Update Time : ১০:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“সেবার ব্রতে চাকরি” -এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার লিখিত অংশ গতকাল সোমবার (৫ মে) রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ২৪২ জন চাকুরী প্রার্থীর অংশ গ্রহণ করার কথা থাকলেও উপস্থিত হন ২৩৯ জন। আর অনুপস্থিত ছিলেন ৩ জন।
ফেব্রুয়ারি-২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টে (চঊঞ) উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপস্) মোঃ সিদ্দিকুর রহমান এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে যুক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কঠোর নজরদারির আওতায় রাখা হয় বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়