ঈদের তৃতীয় দিনেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের ভিড়, ভোগান্তি ছাড়াই পারাপার

- Update Time : ০১:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আজ সোমবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে ফেরি ও লঞ্চে যাত্রী এবং যানবাহনের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।
প্রতিবছর ঈদের আগে দীর্ঘ যানজট ও দুর্ভোগ এড়াতে অনেক যাত্রী ঈদের পরে স্বজনদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে বাড়ি ফেরেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে স্বস্তির বিষয় হলো, আজ যাত্রীদের মহাসড়কে কিংবা নদীপথে কোনো বড় ধরনের দুর্ভোগের সম্মুখীন হতে হয়নি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, আজ সোমবার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। পদ্মা নদীতে পানি ও স্রোত কিছুটা বেড়েছে, ফলে ফেরি ও লঞ্চ পারাপারে সময় কিছুটা বেশি লাগছে। তবে তা কোনো ভোগান্তির কারণ হয়নি।
একজন যাত্রী জানান, “আমরা ভেবেছিলাম ঈদের পরে চাপ বাড়বে, কিন্তু আজকে বেশ ভালোভাবেই পার হতে পেরেছি। ঘাটে কোনো বিশৃঙ্খলা বা দীর্ঘ লাইনে পড়তে হয়নি।”
ঘাট কর্তৃপক্ষ আরও জানায়, ঈদের আগে এ নৌরুটে যাত্রীরা কোনো দুর্ভোগ ছাড়াই যাতায়াত করেছেন এবং ঈদের পরেও যাত্রী ও যানবাহন পারাপারে একইভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে।
পরবর্তী দিনগুলোতে কর্মমুখী মানুষের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে, তাই ফেরি ও লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়