বালিয়াকান্দিতে পানির ট্যাংক পড়ে মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু,আরেক ছাত্রী আহত

- Update Time : ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদ্রাসার ওজুখানার পাশে পানির ট্যাংক ভেঙে পড়ায় কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই মাদ্রাসার আরেক ছাত্রী মিম আক্তার (১৪)।
মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মোঃ কাউসারের মেয়ে। সে মাদ্রাসাটির মক্তব বিভাগে পড়তো। আহত মিম আক্তার একই উপজেলার পাকালিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের মেয়ে এবং হেফজ বিভাগে অধ্যয়নরত।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ফজরের নামাজের প্রস্তুতি নিতে ওজু করতে গেলে হঠাৎ ওজুখানার পাশে স্থাপিত এক হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি খুঁটি ভেঙে দুই ছাত্রীর ওপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় কানিজ ফাতেমা। আহত মিম আক্তারকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মাথায় সেলাই পড়েছে। বর্তমানে সে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে একটি দুর্বল অবকাঠামোর কারণে শিশুশিক্ষার্থীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র চারটি সিমেন্টের খুঁটির ওপর এ ধরনের ভারী পানির ট্যাংক রাখা চরম অবহেলা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে মাদ্রাসা ভবনের নিরাপত্তা যাচাইয়ের দাবি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়