রাজবাড়ীর গরুর হাটে বিক্রি কম, এখনো জমে ওঠেনি হাটের চিত্র

- Update Time : ০৯:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ২০ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
কোরবানির ঈদ সামনে রেখে রাজবাড়ীর বিভিন্ন গরুর হাটে প্রস্তুতি চললেও এখনো জমে ওঠেনি পশু বিক্রি। ঈদের আর মাত্র কয়েকটি দিন বাকি থাকলেও হাটে ক্রেতার উপস্থিতি কম, ফলে আশানুরূপ বিক্রি করতে পারছেন না ব্যবসায়ী ও খামারিরা।
হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গরুর চাহিদা এ বছর বেশি হলেও দাম নিয়ে দর-কষাকষিতে অনেকেই পশু না কিনেই হাট ছেড়ে চলে যাচ্ছেন। বিক্রেতারা বলছেন, এখনো হাতে সময় আছে, ঈদের আগের শেষ তিন-চারটি হাটে বিক্রি বাড়বে বলে তারা আশা করছেন।
রাজবাড়ীর এক খামারি বলেন, “ক্রেতারা হাটে আসছে ঠিকই, কিন্তু শুধু দাম জিজ্ঞাসা করেই চলে যাচ্ছে। আমরা শেষ মুহূর্তে ভালো বিক্রির আশা করছি।”
অন্যদিকে ক্রেতাদের অনেকে জানান, ঈদের এখনো কয়েকদিন বাকি রয়েছে, তাই তারা বিভিন্ন হাট ঘুরে দেখে নিচ্ছেন। পছন্দের গরু কিংবা ছাগল কিনবেন ঈদের এক-দুই দিন আগে। তবে অনেকের মতে, এ বছর গত বছরের তুলনায় গরুর দাম কিছুটা কম হলেও পছন্দসই পশু না পেয়ে কেনা থেকে বিরত থাকছেন অনেকে।
সবমিলিয়ে, রাজবাড়ীর পশুর হাটগুলো এখনো পুরোপুরি জমে না উঠলেও বিক্রেতারা শেষ মুহূর্তের আশায় বুক বেঁধে আছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়