কাল থেকে রাজবাড়ী-ঢাকা রুটে নতুন দুই কমিউটার ট্রেনের যাত্রা শুরু
- Update Time : ১০:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ৫৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চন্দনা এক্সপ্রেস ও ভাঙ্গা এক্সপ্রেস নামে রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত “চন্দনা এক্সপ্রেস” এবং ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত “ভাঙ্গা এক্সপ্রেস” ট্রেন আগামীকাল রবিবার (৫ মে) থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে। ভোর ৫ টায় রাজবাড়ী রেলষ্টেশন থেকে ৬টি কোচের ওই ট্রেনের যাত্রা শুরু হবে। ৬৫ টাকায় রাজবাড়ীর যাত্রীরা ভাঙ্গা এবং ভাঙ্গার যাত্রীরা ২২৫ টাকায় ঢাকায় যেতে পরবে। সে হিসেবে রাজবাড়ীর যাত্রীদের ঢাকা যেতে লাগবে ২৯০ টাকা এবং সময় লাগবে ৩ ঘন্টা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ভাঙ্গা ননস্টপ চন্দনা কমিউটার সার্ভিস রাজবাড়ী স্টেশন থেকে ছাড়বে ভোর ৫ টায়,ভাঙ্গা স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ১৫ মিনিটে। এরপর এই ট্রেনটি ভাঙ্গা কমিউটার নামে ভাঙ্গা স্টেশন থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে ও ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল ৯টায়।
ফিরতি যাত্রায় ভাঙ্গা কমিউটার ঢাকার কমলাপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টায়, ভাঙ্গায় এসে পৌঁছাবে রাত ৮টায়। এরপর এই ট্রেনটি চন্দনা কমিউটার নামে ভাঙ্গা ছাড়বে রাত ৮টা ১০ মিনিটে। আর রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছাবে রাত ৯টা ৩০ মিনিটে। ট্রেনটিতে ৫২৮টি শোভন শ্রেণির আসন থাকবে। বাণিজ্যিকভাবে ৫ মে থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার।
শনিবার (৪ মে) সকাল ১০টায় মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে ট্রেন দুটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়