রাজবাড়ীতে ভোক্তার অভিযান, পালকি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুড জোনকে জরিমানা

- Update Time : ১১:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ৪৯৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা রাজবাড়ী জেলা শহরের তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বরের পালকি চাইনিজ রেস্টুরেন্ট এবং পৌর নিউমার্কেটের ফাস্টফুড জোনকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, পালকি চাইনিজ রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ) আনা হয় এবং ফাস্টফুড জোনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধ) আনা হয়।
তিনি আরো বলেন, তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়