কালুখালীতে সাংস্কৃতি অনুষ্ঠান নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ২০ আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি
- Update Time : ১০:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে। সোমবার সন্ধ্যায় কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া বাজারে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুছ সালেহীন বলেন, গত ৯ মার্চ ঘাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কাওয়াখোলা এলাকার কিছু যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এসময় স্থানীয় লোকজন তাদের অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় কাওয়াখোলা এলাকার আশরাফুল, শিহাব, লিটু, নবাব, রায়হানের নেতৃত্বে দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ আহত হন। এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কালুখালী থানা পুলিশ ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ এসে ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালুখালী হাসপাতাল সুত্রে জানাগেছে, সবুজ মোল্যা (২২) ও সোনাই মোল্যা (২৮) নামে ২জন এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাত ৯টার দিকে কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড গুলি করা হয়েছে। কয়জন আহত হয়েছে এখনো নিশ্চিত করতে পারবেন না। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়