আজ ১৮ ডিসেম্বর রাজবাড়ী শক্র মুক্ত দিবস
- Update Time : ০২:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ২৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, রাজবাড়ীতে তখনও চলছে বিহারী অবাঙ্গালীদের সাথে তুমুল যুদ্ধ।এর ফলে রাজবাড়ীকে শত্রু মুক্ত করতে দুই দিন সময় বেশি লাগে। ১৪ থেকে ১৮ ডিসেম্বর তুমুল যুদ্ধের মাধ্যমে শত্রু মুক্ত হয় রাজবাড়ী জেলা।যুদ্ধে শহীদ হন খুশি, রফিক, সফিক, সাদি শহীদ ও যুদ্ধাহত হন বেশ কিছু মানুষ।
সারাদেশে ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীরা আত্মসমর্পন করলেও রাজবাড়ী শহর তখনো বিহারীদের কবল থেকে মুক্ত হয়নি।তারপর একে একে জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিবাহিনী এসে জেলা শহরে সংগঠিত হয়।এ খবরে বিহারীরা রেল লাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলের কামড়া গুলোতে অবস্থান নেয়।লোকো শেড থেকে ড্রাই-আইস ফ্যাক্টরি পর্যন্ত মালগাড়ী দিয়ে ব্যারিকেড তৈরি কওে বিহারীরা। মুক্তিযোদ্ধারা বিহারীদের লক্ষ্য করে গুলি বর্শন করলেও মালগাড়ীর বাঙ্কারের কারণে সুবিধা করতে না পেরে বিকল্প হিসেবে যশোর থেকে আনা মর্টারশেল ব্যবহার করা হয়।এক পর্যায় মুক্তি যোদ্ধাদেও সাথে পরাজয় বরন করে বিহারীদের আত্মসমর্পণের মাধ্যমে শত্রু মুক্ত হয় রাজবাড়ী।
১৯৭১ সালের ২১ এপ্রিল বুধবার রাত ৩টার দিকে প্রথমবারের মতো আরিচা থেকে বেলুচ রেজিমেন্টের মেজর চিমারের নেতৃত্বে ‘রণবহর’ নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ঝাপিয়ে পড়ে পাকবাহিনী।এ থেকেই রাজবাড়ীতে হয় যুদ্ধের সূচনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়