কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক হলেন রাজবাড়ীর স্বপন কুমার দাস
- Update Time : ০৮:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, দলটির রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)-এর জাতীয় কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে শরীফ নুরুল আম্বিয়া সভাপতি ও নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই সাথে রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাসকে সাংগঠনিক নির্বাচিত করা হয়।
এ বিষয়ে কথা হয় স্বপন কুমার দাসের সাথে। তিনি বলেন, এতো দিন জেলা পর্যায়ের কর্মকান্ডের সাথে যুক্ত ছিলাম, এখন আরো দায়িত্ব বাড়লো। তিনি দলীয় সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করার আশাবাদ ব্যক্ত করেন এবং কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়