জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- Update Time : ১১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
- / ৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে ভার্চুয়ালি জুম কনফারেন্সের মাধ্যমে জনাব এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয় সংযুক্ত হন।
দেশব্যাপী বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত স্কুল ও কলেজ সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২৫ জুলাই উক্ত কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরের স্কুল ও কলেজ সমূহের বিজয়ীদের একই সময়ে পুরস্কার প্রদানের নিমিত্তে অনুষ্ঠানের মূল প্রান্তে ঢাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং রাজবাড়ী প্রান্তে পুরস্কার বিজয়ীদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রান্তে আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অর্থ), শাহনেওয়াজ রাজু বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, রাজবাড়ীসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ, কুইজ প্রতিযোগিতা অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়