রাজবাড়ী জেলা শহরের ‘ ঈদুল ফিতর’-এর জামায়েতের সময় সূচী
- Update Time : ১০:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ৩৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক প্রকাশিত ঈদ উল ফিতরের নামাজের জামায়েতের সময় সূচী –
১। প্রধান জামায়াত ঃ রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দান, সময় সকাল ৮টা। তবে (বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারনে ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে একই সময়ে জেলা মডেল মসজিদ, বড়পুল রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে)।
২। সদর উপজেলা মডেল মসজিদ, শ্রীপুর, জামাত সময় ৮টা ১৫ মিনিট।
৩। রাজবাড়ী টাউন (আঞ্জুমানে কাদেরিয়া বড়) জামে মসজিদ, প্রথম জামাত ৮.১৫ ও দ্বিতীয় জামাত ৯টা।
৪। জেলা কারাগার জামে মসজিদ, রাজবাড়ী সদর- জামাত সকাল সাড়ে ৮টা।
৫। হাসপাতাল জামে মসজিদ, রাজবাড়ী সদর- জামাত সময় ৮টা ১৫ মিনিট।
৬। মাদানী কমপ্লেক্স জামে মসজিদ, রাজবাড়ী সদর- জামাত সকাল ৮টা ৩০ মিনিট।
৭। কাজীকান্দা জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৮টা ১৫ মিনিট।
৮। নূরপুর নূরানী জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৮টা ১৫ মিনিট।
৯। আটাশ কলোনী জামে মসজিদ, রাজবাড়ী সদর- জামাত সময় সকাল ৯টা ৩০ মিনিট।
১০। লক্ষিকোল বড় জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৯টা।
১১। বিনোদপুর কলেজপাড়া জামে মসজিদ, রাজবাড়ী সদর – প্রথম জামাত ৮.৩০ ও দ্বিতীয় জামাত ৯.৩০।
১২। বিনোদপুর নুতনপাড়া জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৮টা ৩০ মিনিট।
১৩। বিনোদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৮টা ৩০ মিনিট।
১৪। গোদারবাজার জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৮টা ৩০ মিনিট।
১৫। দুধ বাজার জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৮টা ৩০ মিনিট।
১৬। ড্রাইআইস জামে মসজিদ, রাজবাড়ী সদর – জামাত সময় সকাল ৮টা ৩০ মিনিট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়