রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে কাজী ইরাদত আলীর ইফতার মাহফিল
- Update Time : ১১:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিচার বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জেলায় কর্মরত সাংবাদিকতের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছেন।
রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এই আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। আরো বক্তৃতা করেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম রফিক উদ্দিন ও আবু মুসা বিশ^াস। সভার সঞ্চালনায় ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন। পরে দোয়া মোনাজাত করা হয়। এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়