হরতাল : প্রভাব নেই রাজবাড়ীতে

- Update Time : ০৬:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৫৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বিতীয় দফায় ডাকা বিএনপি-জামায়াতের হরতালের প্রথম দিনে প্রভাব পড়ে নেই রাজবাড়ীর জনজীবনে। তবে বন্ধ রয়েছে দুরপাল্লার বাস চলাচল।
রবিবার সকাল থেকেই সড়কে চলাচল করতে দেখাগেছে অভ্যন্তরীন রুটের লোকাল বাস। এর পাশাপাশি সড়কে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, মাহেন্দ্রা, অটোরিক্সা ও রিক্সা সহ অন্যান্য যানের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এছাড়া বেলা বাড়ার সাথে সাথে জেলা ও উপজেলা পর্যায়ে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান সমুহ।
অন্যদিকে জেলায় স্বাভাবিক রয়েছে ট্রেন ও নৌযান চলাচল। অভ্যন্তরীন রুটে বাস চলাচল এবং ট্রেন ও নৌযান চলাচলে তেমন কোন ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে সাধারন মানুষ।
এদিকে সকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর এবং হরতালের সমর্থনে বিক্ষোভ ও পিকেটিং করার খবর পাওয়া যায় নেই। অপরদিকে জেলার গুরুত্বপূর্ণস্থান গুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ব্যবসায়ী আলাল উদ্দিন সরদার আলাল বলেন, এখন হরতাল কেউ মানে না। কারণ সবারই সংসার আছে। জীবিকার তাগিদে সবাই বের হচ্ছে। এভাবে হরতাল ডেকে ঘরে বসে দাবি আদায় সম্ভব না। সরকার ও বিরোধী পক্ষ উভয়ের উচিত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা। হরতালে সরকার দলীয়সহ সবারই ক্ষতি।
রিক্সা চালক রোকন মিয়া বলেন, রাস্তায় ঢাকার গাড়ি ছাড়া সব ধরনের গাড়ি চলাচল করছে। তিনিও জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন। তবে ভয়ে আছেন, কারণ হুট করে মারামারি-ভাংচুর শুরু হয়। তাদের মত সাধারন মানুষের সব সময় বিপদে পড়ে। সব কিছুর যে দাম, তাতে বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো কষ্ট হয়ে পড়ছে।
অভিভাবক আলমগীর শেখ বলেন, আজ থেকে মাধ্যমিক স্তরের বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শুরু। এদিকে চলছে বিএনপি-জামায়েতের হরতাল। বাচ্চাদের নিয়ে ভয় হয়, কারণ কখন ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও ভাংচুর শুরু হয়। পরীক্ষার কথা ভেবে হরতাল-অবরোধ ডাকা উচিত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়