লক্ষীকোল মন্দিরে মতবিনিময় করলেন রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী –

- Update Time : ০৬:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার ১৯টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। গত বৃহস্পতিবার বিকালে জেলা শহরের লক্ষীকোল হরিসভা মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পবলিক প্রসিকিউটর (পিপি) ও রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজীর আলী শেখ।
বক্তৃতা করেন, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, ডুগ্ন-সাধারণ সম্পাদক গণেশ মিত্র প্রমুখ। পরে পৌরসভার ১৯টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে ৫০০ কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়