রাজবাড়ীর সদর উপজেলায় জাতীয় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু –

- Update Time : ১০:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার ২ লাখ ৪১ হাজার ৫ শত ৭৫ বাসিন্দা পাবেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র। সেই লক্ষে আজ বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাজবাড়ী জেলার স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান খান।
রাজবাড়ী সদর ও পৌরসভার ৯ আগষ্ট ৩০ আগষ্ট পর্যন্ত উপজেলা পরিষদ হল রুমে দেওয়া হবে পৌর এলাকার সবাইকে স্মার্ট কার্ড। শুক্রবার ব্যাতীত প্রতিদিন স্মার্ট কার্ড বিতরণ করা হবে। তবে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট এবং ঈদুল আযহা উপলক্ষে ২১, ২২, ২৩ ও ২৪ আগষ্ট বিতরণ বন্ধ থাকবে। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। চাকুরী বা সমস্যাজনিত কারণে কেউ নির্দিষ্ট সময়ে স্মার্ট কার্ড নিতে না পারলে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়