পাংশায় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত –

- Update Time : ০৯:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ২৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
”শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” ”প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দেশ ব্যাপী একযোগে চলছে আর্ন্তজাতিক নারী দিবসের কর্মসূচী এরই আলোকে রবিবার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ. নাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য বেগম নুরুন্নাহার, পাংশা পৌর সভার প্যানেল মেয়র রাশিদা ইয়াছমিন, নারী নেত্রী সান্তনা দাস প্রমুখ। আলোচনা সভায় উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ,উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধিগন বিভিন্ন নারী সমিতির সভানেত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তরা নারীদের আরে এগিয়ে যাওয়ার লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন একই সাথে বাল্য বিবাহ,যৌতুক প্রথা,নারী নিপিড়ন বন্ধসহ নানা দিক আলোচনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়