সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীতে “জনমানুষের কুরবানি”

- Update Time : ০১:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সংযোগ ফাউন্ডেশন আয়োজন করেছে “জনমানুষের কুরবানি ২০২৫” কর্মসূচি। এ উদ্যোগের অংশ হিসেবে গত রবিবার (৮জুন) রাজবাড়ী সদর উপজেলায় তিনটি ছাগল কুরবানি করে সেই গোস্ত পৌঁছে দেওয়া হয় জেলার বিভিন্ন প্রান্তের ৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের ঘরে ঘরে।
“আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগই কুরবানি”-এই আদর্শকে ধারণ করে সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ হৃদয়ের তত্ত্বাবধানে কুরবানির পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। এরপর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা প্রক্রিয়াজাত গোস্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজ হাতে বিতরণ করেন।
এছাড়াও, স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্যও গোস্ত সরবরাহ করা হয়, যাতে তারা ঈদের আনন্দে শরিক হতে পারে।
ভবদিয়া এলাকার এক সুবিধাবঞ্চিত মা রহিমা বেগম (৩২) আবেগঘন কণ্ঠে বলেন, আমাদের মতো গরিব মানুষের ঘরে ঈদের গোস্ত পৌঁছানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বছর ঘুরে ঈদ এলেও আমাদের পাতে গোস্ত ওঠে না। আজ সন্তানদের মুখে হাসি ফুটাতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি।
এক স্বেচ্ছাসেবক জানান, এই কাজটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি আত্মিক শান্তির উৎস। গোস্ত পৌঁছে দেওয়ার সময় অনেক পরিবারের মুখে ছিল আনন্দের হাসি ও কৃতজ্ঞতা।
সংযোগ ফাউন্ডেশন বহুদিন ধরেই দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। ঈদুল আজহার মতো একটি ধর্মীয় উৎসবে সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের এই নিরলস প্রয়াস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়