রাজবাড়ীতে ডাকাতিসহ ৫ মামলার আসামি গ্রেপ্তার

- Update Time : ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
- / ৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ডাকাতিসহ ৫টি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মোঃ শামসুজ্জোহা, এসআই সৌরভ কুন্ডু ও এএসআই ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা এলাকা থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি খোকন সরদার (৪২), পিতা- আবুল সরদার, সাং- হরিণধরা, থানা ও জেলা- রাজবাড়ী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকন সরদারের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে, রাজবাড়ী সদর থানার মামলা নং-৩৯, তারিখ- ২৪/০৫/২০২৫; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০। মামলা নং-১/৩৭, তারিখ- ০২/০২/২০১৩; ধারা- ৩৪১/৩৯৫/৩৯৭/৪২৭। বালিয়াকান্দি থানার মামলা নং-১০, তারিখ- ২২/০৩/২০১২; ধারা- ৩৯৫/৩৯৭। সদর থানার মামলা নং-৫১, তারিখ- ২৪/০৪/২০২৩; ধারা- ১৪৩/৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৭৯/ ৪২৭/ ৫০৬/ ৩২৫। মামলা নং-১১/৪৪৭, তারিখ- ১০/১২/২০২১; ধারা- ১৪৩/৩০৭/৩২৩/৩৭৯/৪২৭/১১৪।
মামলাগুলো সিডিএমএস পর্যালোচনার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়