রাজবাড়ীতে ‘পদ্মা পুলক’ পর্যটন কেন্দ্রের শুভ উদ্বোধন

- Update Time : ১০:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / ৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ঐতিহ্যবাহী পদ্মা নদীর তীরে, গোদার বাজার ঘাট এলাকায় শুক্রবার (৬ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নতুন পর্যটন কেন্দ্র “পদ্মা পুলক”। জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজবাড়ী পৌরসভার তত্ত্বাবধানে গড়ে ওঠা এ পর্যটন স্পটটি উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান।
সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজাহারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, এনডিসি নাহিদ আহমেদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পদ্মা পুলকে থাকছে, শিশুদের জন্য আনন্দঘন বিনোদন ব্যবস্থাপনা, নৌকায় পদ্মা নদীতে মনোরম ভ্রমণের সুযোগ, রকমারি খাবারের ব্যবস্থা, কেনাকাটার জন্য আকর্ষণীয় দোকান, দর্শনার্থীদের জন্য তৈরি “পদ্মা পুলক সেলফি স্ট্যান্ড”।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “পদ্মা নদীর তীর রাজবাড়ীর মানুষের আবেগ ও ইতিহাসের অংশ। তাই এই এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নত করতে ধারাবাহিক কাজ করা হচ্ছে। ইতোমধ্যে সেলফি স্ট্যান্ড, টয়লেট, সিমেন্টের ছাতা ও বসার জন্য সিট নির্মাণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে আরও উন্নয়ন কাজ হাতে নেওয়া হবে।”
পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য “পদ্মা পুলক” এখন এক নতুন গন্তব্য, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর হাওয়া আর শহরের ছোঁয়ায় মিলবে চমৎকার বিনোদনের অভিজ্ঞতা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়