রাজবাড়ীতে বিআরটিসি ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের উদ্বোধন

- Update Time : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / ১১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার গুলিস্থান পর্যন্ত বিআরটিসি ঈদ স্পেশাল বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রধান অতিথি হিসাবে এই ঈদ স্পেশাল বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম সহ অনেক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভা সঞ্চালনা করেন, বিআরটিসি’র অপারেশ ম্যানাজার জামসের আলী।
এ সময় টুঙ্গিপাড়া ও বরিশাল ডিপোর কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানাগেছে, আগামীকাল থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন সকাল সাড়ে ৬ রাজবাড়ীর নতুন বাজার (মুরগি ফার্ম) থেকে বাসটি গুলিস্থানের উদ্দ্যেশে ছেড়ে যাবে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় গুলিস্থান থেকে বাসটি পুনরায় রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসবে। জনপ্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ৫০০ টাকা।
বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা বলেন, যাত্রীদের চাপ ও চাওয়ার কারণে রাজবাড়ী থেকে বিআরটিসির একটি এসি বাস চলাচল শুরু করলাম। ভবিষৎতে যাত্রীদের চাপ ও চাহিদা বাড়ে তাহলে রাজবাড়ীতে একটি ডিপো করবো। এরমাধ্যমে এই অঞ্চলের ৬ জেলা কাভার হবে। মুলত পদ্মা সেতুর সুবিধা ভোগের কারণে রাজবাড়ী থেকে বাস চলাচল চালু করা হলো।
তিনি আরও বলেন, বিআরটিসি একটি লাভজনক প্রতিষ্ঠান। এখানে সাড়ে ৪ হাজার মানুষের কর্ম করে এবং তারা নিজেরা আয় করে নিজেদের বেতন নিচ্ছে। সরকার শুধু সহযোগিতা করছে। ফলে এখন বিআরটিসির সক্ষমতা অনেক এবং তাদের নতুন বাস কেনারও পরিকল্পনা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়