ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিতে উঠছে গরুর গাড়ি

- Update Time : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১১ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের ব্যাস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ভোগান্তি ছাড়াই
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা কোরবানির গরুর গাড়ি গুলো সরাসরি ফেরিতে উঠছে। এতে খুশি গরুর মালিক, ব্যাপারীসহ গাড়ির চালকরা।
রবিবার (১ জুন) সরজমিনে দৌলতদিয়া ফেরিঘাটে এমন চিত্র লক্ষ্য করা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় এই ঘাট ব্যবহার করে নদী পারাপার হয়েছে ১ হাজার ৬৩৮টি যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী বাস ২২১টি, পণ্যবাহী ট্রাক ৬৫৯টি, ছোটগাড়ি ৭১৮টি ও ১২০টি মোটরসাইকেল।
কুমার খালি থেকে ট্রাকে আসা গরুর ব্যাপারী রমজান আলী বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পর থেকে ঘাটে কোনও দুর্ভোগ নেই। এ বছরও কোনও সিরিয়ালে আটকে থাকতে হয়নি, সরাসরি ঘাটে এসে ফেরিতে উঠতে পারছি।’
আরেক ব্যবসায়ী মজিবুর সরদার বলেন, ‘বিগত ২-৩ বছর ধরে ঘাটে দুর্ভোগ নেই। পদ্মা সেতু হওয়ার আগে দৌলতদিয়া ঘাটে দুর্ভোগে পড়তে হয়েছে। ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এই তীব্র গরমে অনেক গরু গাড়িতে অসুস্থ হয়ে পড়েছে। এখন পদ্মা সেতু হওয়ায় ফেরিতে চাপ কম পড়ায় কোনও ধরনের দুর্ভোগ ছাড়াই যশোর থেকে সরাসরি দৌলতদিয়া ঘাটে আসতে পেরেছি।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘নদীতে পানি বাড়তে শুরু করেছে। তা ছাড়া বর্তমানে বৈরী আবহাওয়ায় নদীতে বাতাস বইছে, যে কারণে ফেরিগুলোর নদী পারাপার হতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়