রাজবাড়ী জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Update Time : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ২৫১ Time View

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5843; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 292.7417; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5843; AI_Scene: (-1, -1); aec_lux: 292.7417; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ১ নং রেলগেট অটো স্ট্যান্ড সংলগ্ন ২য় তলা অফিস জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদের অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে রাজবাড়ী ১ নং রেল গেট অটো স্ট্যান্ড সংলগ্ন ২য় তলায় অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভায় আরো বক্তৃতা করেন, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান সান্টু।
এ সময় অটোবাইক চালক ও মালিকরা রাজবাড়ীতে বিভিন্ন সময়ে পৌর পার্কিংয়ের নামে চাঁদাবাজী বন্ধ, পুলিশ তাদের হাইওয়ের নামে চাদাবাজী নেওয়ার কথা বলেন চালক ও মালিক পক্ষ।এই চাঁদাবাজী পুরোপুরি বন্ধ করতে হবে। এর প্রেক্ষিতে একটা নির্ধারিত ফি নেওয়ার কথা জানান।
প্রধান অতিথির বক্তৃতায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এখন থেকে কোন অটো চালক, মালিক কোন ধরনের টাকা পয়সা কাউকে দিবেন। আপনারা অনেক কষ্ট করে আয় করেন। সে কষ্টের টাকা আপনারা অযথা চাঁদাবাজদের দেন কেন। এখন থেকে রাজবাড়ীতে কোন ধরনের অবৈধ চাঁদাবাজী আর চলবেনা। পুলিশ যদি কোন টাকা চায় দিবেন না। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বলেছি কেউ যেন আর চাঁদা না নিতে পারে আপনারা তা দমন করবেন।
রাস্তায় অটো বাইক চলাচলে আপনাদের জন্য একটা সামান্য ফি ধার্য করে চলাচলের ব্যবস্থা করা হবে। তবে আপনারা রাস্তায় বিশৃঙ্খলা না করে, যেখানে সেখানে অটো পার্কিং না করে তা সুশৃঙ্খল ভাবে থাবেন বলেন তিনি।
এদিকে জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদেও কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হাফিজুর রহমান, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, কোষাধ্যক্ষ রিপন এবং দপ্তর সম্পাদক ইমন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়