রাজবাড়ীতে র্যাব ১০-এর পৃথক অভিযান, ১ হাজার বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬
- Update Time : ১০:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৩৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ও ফরিদপুরে পৃথক অভিযান পরিচালনা করে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের সদস্যরা। এসময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কৈপাল গ্রামের মোঃ জামিরুল ইসলামের ছেলে মোঃ শাহিন আলী (৩৪), সাবদুলের ছেলে মোঃ ইমন ইসলাম (২৩), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মিরপাড়া গ্রামের মোঃ তোফাজ্জেল সরদারের ছেলে মোঃ আকবর সরদার (৪১), লক্ষীকুল গ্রামের নজিবর রহমানের ছেলে মোঃ সজিব (৩৮), ফরিদপুর কোতয়ালী থানার চরটেপাখোলা বেপারী পাড়ার মৃত সবেদ আলী বেপারীর ছেলে মোঃ রাহাত বেপারী (৩৪) ও গোপালপুর গ্রামের মৃত রঞ্জিত চন্দ্র শীলের ছেলে দিপু কুমার শীল (৪২)।
আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে র্যাব-১০ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার।
এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটি পাড়া এলাকায় র্যাবের একটি টিম অভিযান চালায়। এসময় কুষ্টিয়া থেকে আশা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ শাহিন আলী ও ইমন ইসলামকে আটক করা হয় এবং মাইক্রোবাসটিকে জব্দ করা হয়।
অপরদিকে, ওই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে অভিযান চালানো হয়। ওই মাইক্রোবাস ও তারই পাশে থাকা ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধারসহ আকবর সরদার, সজিব, রাহাত বেপারী, দিপু কুমার শীলকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি দুটিও জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদকের বাজার মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলেও দাবি করেন ওই কর্মকর্তা। আটককৃত মাদক কারবারিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে স্থানীয় থানার মাধ্যমে তাদেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়