মানুষের মধ্যে ভোট দেবার আস্থা এসেছে, ফলে তাপদাহেও ভাল ভোট হবে – রাজবাড়ীতে ইসি আলমগীর

- Update Time : ১০:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ৫৫ Time View
রুবেলুর রহমান, ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, গতকাল যে নির্বাচন হয়েছে সেখানে কোন কোন ক্ষেত্রে এই তীব্র গরমেও ৬০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিতি হয়েছে। এখন মানুষের মধ্যে ভোট দেবার আস্থা ফিরে এসেছে । সে দিক বিবেচনায় আসন্ন উপজেলা নির্বাচনে রাজবাড়ীতে ভোটার উপস্থিতি ভাল হবে । দেশের মানুষ যদি ভোটের ভাল পরিবেশ পায়, তাহলে উৎসব হিসাবে দেখে। ফলে এবার উৎসবমূখর পরিবেশে ভাল ভোট হবে।
আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসি আলমগীর বলেন, নির্বাচনে এবার বড় দলের প্রভাব নাই। বিএনপি দলীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহন করছে না, তবে তাদের সমর্থকরা অনেকেই অংশ নিয়েছে। কিন্তু তারা দলের সমর্থন পাচ্ছে না। আর আওয়ামী লীগও কাউকে প্রার্থী বা সমর্থন দিচ্ছে না। যদি স্থানীয় ভাবে কোন মন্ত্রী, এমপি বা সরকারী পদস্থ বড় কোন কর্মকর্তা তাদের আত্মীয়-স্বজন প্রচার-প্রচারনা ও পক্ষে অবস্থান নেয়। সেক্ষেত্রে কঠোর হুশিয়ারি দেওয়া হয়েছে এবং ওই প্রার্থীর প্রার্থীতা বাতিল ও প্রচার-প্রচারনায় অংশ নেওয়াকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন ভাবে প্রভাব বিস্তার করা যাবে না। সেক্ষেত্রে আচরন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরও বলেন, বেশির ভাগ ভোট কেন্দ্রই পাকা ভবন এবং ছায়াযুক্ত স্থানে। সেক্ষেত্রে ভোটার উপস্থিতিতে সমস্যা হবে না। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। গতকাল যে ভোট হয়েছে তাতে ভোটার উপস্থিতি যেমন ভাল ছিলো, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল ছিলো। এই তাপদাহে সামান্য কষ্ট হলেও এবার উৎসবমুখর পরিবেশে ভাল ভোট হবে।
তিনি বলেন, পোস্টার লাগানো ও ঝুলানোর একটা নিয়ম আছে এবং সেই নিয়মানুযায়ী লাগানো বা ঝুলাতে হবে। যে সমস্থ পোস্টার লাগানো আছে, তা নামানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমশিন থেকে এবং পুলিশ ও ম্যাচিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া আছে। যারা লাগিয়েছে তারা যদি না নামায় তাহলে পুলিশ সেটা উঠানোর ব্যবস্থা করবে এবং ওগুলো উঠাতে যা খরচ লাগবে, তা ওই প্রার্থীর কাছ থেকে অআদায়ের আইন আছে।
পরে জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।
এছাড়া সভায় জেলা রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়