ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় বালিয়াকান্দির রাবেয়া ব্রিকসের যাবতীয় কার্যক্রম বন্ধ

- Update Time : ১০:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ১১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা নামক স্থানে অবস্থিত মেসার্স আর এন্ড বি (রাবেয়া ব্রিকস) নামক প্রতিষ্ঠানকে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়।
বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মো: হাসিবুল হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সাঈদ আনোয়ার ও সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এর উপস্থিতিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ করাসহ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি নিক্ষেপ করে ভাটার আগুন সম্পূর্ণ নিভানো হয়। এছাড়াও ভাটাটি পরিচালনা না করার বিষয়ে ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যবৃন্দ সহায়তা প্রদান করেন। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়