অনলাইনে জুয়ায় হার: কালুখালীর বিকাশ এজেন্ট শরিফকে কুপিয়ে হত্যা করলো তরিকুল !

- Update Time : ১০:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অনলাইনে নিয়মিত জুয়া খেলে আসছিলো মোঃ তরিকুল ইসলাম (২০)। সাম্প্রতিক সময়ে অনলাইনে জুয়া খেলে সে অনেক টাকা হেরে যায়। আর ওই টাকা সংগ্রহ করতে বেঁছে নেয় বিকাশ এজেন্টা ও মুদি দোকানদার মোঃ শরিফ খাঁন (৩৯) কে। যে কারণেই বিকাশে টাকা নেবার কথা বলে ওয়াজ মাহফিল থেকে ডেকে এনে শরিফ খাঁকে কুপিয়ে হত্যা করে।
রাজবাড়ী জেলাধীন কালুখালীর চাঞ্চল্যকর শরীফ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই আসামী গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা এক প্রেস রিলিজে এই তথ্য জানিয়েছেন। কালুখালী থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস রিলিজ প্রদানকালে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসাইনসহ বিভিন্ন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা সার্কেলের এ এসপি সুমন কুমার সাহা বলেন, শরিফ হত্যার মুল আসামী তরিকুল ইসলাম। সে কালুখালীর রুপসা গ্রামের চাঁদ আলী শেখের পুত্র। তরিকুল অনলাইন জুয়া আসক্ত যুবক। জুয়ার টাকা জোগার করার জন্যই সে বিকাশ ব্যবসায়ী শরিফকে হত্যা করেছে।
তিনি আরো বলেন, তরিকুল ইসলাম ফোন করে মোঃ শরিফ খাঁনকে বিকাশে টাকা পাঠাতে বলে এবং সে মাহফিলে গিয়ে শরিফ খাঁনকে ডেকে আনে। আসামী তার পূর্ব পরিকল্পনা মোতাবেক শরীফকে স্থানীয় রূপসা সুইচ গেইট বাজারে জনৈক আবু বক্কর সিদ্দিক ওরফে জাদুর সেলুনের দোকানের সামনে এনে তার কাছে থাকা ধারালো দা দিয়ে মাথায় একাধিক কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে হত্যা করে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা আসামী চাচাতো ভাইয়ের ঘর হতে উদ্ধার।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী রাজবাড়ীর কালুখালী উপজেলার স্লুইজগেট বাজারে বিকাশ ব্যবসায়ী শরীফ কে হত্যা করা হয়। শরীফ কালুখালীর পশ্চিম ধানবাড়ীয়া গ্রামের মৃত হাকিম খার ছেলে। ঘটনার পরদিন সকালে নিহত শরীফের স্ত্রী আছমা খাতুন কালুখালী থানায় মামলা দায়ের করে। (মামলা নং০৯। ধারা ৩০২/৩৪।) মামলার পর থেকেই কালুখালী থানা পুলিশ বিষয়টির নিবির পর্যবেক্ষণ শুরু করে। রাতেই ধরে আনা হয় শরীফের ফোন প্রদানকারী তরিকুল ইসলামকে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়