রাজবাড়ীর আজাদী ময়দানে বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসব উদ্বোধন

- Update Time : ১০:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ২১শে বই মেলা ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজন এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বৃহস্প্রতিবার রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান প্রাঙ্গানে এই মেলার উদ্বোধন করা হয়।
২২ থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপি এ উৎসব অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে রাজবাড়ী জেলার সনামধন্য কবি, লেখক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রী ও রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান গনের উপস্থিতিতে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। বিকাল তিনটায় তিনদিন ব্যাপি বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসবে ২৩টি স্টলের মাধ্যমে এ অনুস্ঠানের আয়োজন করা হয়।
বই মেলা ও সাংস্কৃতিক উৎসব উদ্বোধনে উপস্থিত অতিথির আলোচনায় আলোচক গন বলেন শুধু বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসব করলে চলবে না।বাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে বই পড়ার বিকল্প নাই। রাজবাড়ীর কবি লেখকদের নিজ জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে লিখতে বলেন,তাবেই এ জেলা সম্পর্কে দেশবাসীর ধারনা বৃদ্ধি পাবে।আগামী ২৪শে ফেব্রুয়ারী বই মেলা ও লোক সাংস্কৃতিক উৎসব সমাপ্ত হবে। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন বইয়ের স্টল প্রদর্শিন করেন।
এ উদ্বোধন অনুস্ঠানে অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রানী সাহা প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস ও আর এস কে ইনস্টিটিউশন, রাজবাড়ীর সহকারী প্রধান শিক্ষক চায়না সাহা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়