ভবদিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- Update Time : ০৯:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের ভবদিয়ার ঐতিহ্যবাহি আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
রবিবার বিকালে আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন, দৈনিক একুশের কথা পত্রিকার প্রকামক ও সম্পাদক কানিজ ফাতেমা চৈতী।
সে সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সেহরাব, বরাট ইউনিয়নের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির উদ্দিন বিশ্বাস, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন শেখ প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়