পাংশায় দা’দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

- Update Time : ১০:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ২৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্ত্রী লিপি খাতুন (৩২) কে হত্যার দায়ে স্বামী রুবেল সরদার (৪৫) কে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সে পাংশা উপজেলার উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্ধা।
আজ সোমবার বিকেল ৪টার সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, রুবেল মাছের ব্যবসা করতেন। এক পর্যায়ে বেকার হয়ে পড়ে নেশা শুরু করেন। প্রায়ই স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া করতো। তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি উপজেলার সাজুরিয়া চলে যান। ঘটনার তিন দিন আগে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন রুবেল। পারিবারিক কলহের জেরে সকালে দুজনের আবার ঝগড়া হয়। একপর্যায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারী সকাল ৮ টার সময় পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামে গৃহবধূ লিপি খাতুন (৩২) কে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রুবেল সরদারকে আটকে পুলিশে সোপর্দ করে। রুবেল-লিপি দম্পতির তিন সন্তান রয়েছে। এ ঘটনায় লিপির পিতা এলেম আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পাংশা থানার পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ রুবেলকে আদালতে সোপর্দ করে। রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এরপর থেকে সে কারাগারেই রয়েছে।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. উজির আলী শেখ বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ রায়ে বাদীপক্ষ সহ সবাই সন্তষ্ট। এ রকম রায়ে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়