রাজবাড়ীর দানবীর ডাঃ আবুল হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ১০:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার কৃতি সন্তান, দানবী, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ডাঃ আবুল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ডাঃ আবুল হোসেনের ছেলে ডাঃ নাজমুল হোসেন, ভাগিনা ইঞ্জিনিয়ার আব্দুর রব, কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম, সাবেক সভাপতি ফকির আব্দুল জব্বারসহ অন্যান্যরা বক্তৃতা করেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা সিরাজুম মনির।
উল্লেখ্য, রাজবাডীর ডাঃ আবুল হোসেন কলেজসহ বহু প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা দানবীর ডাঃ আবুল হোসেন (৯৬) গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টায় লন্ডনের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যু কালে তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য শুভাকাংখি আতœীয়-স্বজন রেখে গেছেন।
ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এহসানুল করিম হিটু জানিয়েছেন, ডাঃ আবুল হোসেনের মরদেহ গত ১৩ জানুয়ারী রাতে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজে আনা হয়। সেখানে সারারাত রাখা হয় এবং গত ১৪ জানুয়ারী সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে প্রথম জানাজা এবং দুপুর ২টায় সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ভবদিয়া এতিমখানার পারিবারিক কবরস্থানের নিজভূমিতে চিরনিদ্রায় শায়িত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়