রাজবাড়ীর চরনারায়নপুরে সনাকের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত

- Update Time : ০৬:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর আয়োজনে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকায় একটি কমিউিনিটি অ্যাকশন সভা বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে।
মিজানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ভিত্তিক এসিজির সমন্বয়কারী রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিজানপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা বিথী খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, স্থানীয় ব্যবসায়ী মোঃ নুরু মিয়া প্রমূখ। সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম, স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যা, কমিউিনিটি মনিটরিং, প্যাকটা অ্যাপস, সমস্যা চিহ্নিকরণ ও সমস্যা সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে উভয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সভায় স্থানীয় সেবাগ্রহীতাগণ বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা করেন। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়