দৌলতদিয়ায় আ:লীগ নেতা আইয়ুব মেম্বারকে কুপিয়ে জখম

- Update Time : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৩৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দৌলতদিয়া ইউপি সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খান (৫০) কে কুপিয়ে জখম করেছে। আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও যৌনপল্লীর একজন বাড়িওয়ালা। তাকে ঢাকা সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াই টারদিকে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য আইয়ুব আলী খানের ভাতিজা রুবেল খান বলেন, রাত আড়াই টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়ীওয়ালা দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলামের বাড়ীতে ইউপি সদস্য আইয়ুব আলী খানকে দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ, সভাপতি আব্বাস, শরীফ সহ বেশ কয়েকজন এলোপাথারী ভাবে মাথা সহ বিভিন্ন স্থানে ৬টি কোপ দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি মৌখিক ভাবে শুনে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়