রাজবাড়ীতে নেতা ও শ্রমিকদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ১০ দিনের মধ্যে ব্যাংকে টাকা জমা না দিলে মামলা

- Update Time : ১০:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ২০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা ২২৮৪)র নেতা ও শ্রমকিদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিকবৃন্দ কমিটির টাকা আত্মসাৎসহ নানাবিধ অনিয়ম, মিথ্যাচার এবং মিথ্যা, ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন।
এতে লিখিত বক্তব্যে কমিটির সাবেক নেতা শ্রী সুধীর রায় চক্রবর্তী গত ৫ নভেম্বর চলমান কমিটির নেতাদের সংবাদ সম্মেলন মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বলেন, সব শেষ ২০১৫ সালের ২৭ মার্চ রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা ২২৮৪) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৮ নির্বাচন দেবার কথা থাকলেও দেন নাই। ওই সময় নামমাত্র একটি সাধারন সভা হয়, যেখানে ৮ লক্ষ টাকার খরচ দেখানো হয়েছে। যা নিয়েও প্রশ্ন রয়েছে। মৃত শ্রমিকদের ১ লক্ষ টাকা দেবার কথা থাকলেও দেয়া হয় নাই। তালবানা ও নানা অজুহাতে এখন পর্যন্ত নির্বাচন দেন নাই। এই কমিটি অবৈধভাবে প্রায় ৮ বছর ধরে ক্ষমতায় রয়েছে। কোন ব্যাখা ছাড়াই সাবেক সভাপতি কুদ্দুস খানসহ অনেকের সদস্য বাতিল করেছে। বর্তমান কমিটি নেতাদের থেকে শুনেছেন ২০২১ সালে নির্বাচনের আদেশ হয়েছে, সেটাও তারা করেন নাই। বিগত দিনে গোয়ালন্দ মোড়, আলাদীপুর জুট মিল, শ্রীপুর বাস টার্মিনাল, মুরগি ফার্ম ও ধাওয়াপাড়ায় রশিদ দিয়ে চাঁদা তোলা হলেও বর্তমানে শুধু মুরগিফার্ম এলাকা থেকে চাঁদা তোলা হচ্ছে। তবে এর কোন হিসাব নাই। এসব বিষয়ে জানতে চাইলে হুমকি-ধামকির সম্মুখিন হতে হয়। তবে আগামী ১০ দিনের মধ্যে সমস্ত কিছুর হিসাব-নিকাশ করে ব্যাংকে টাকা জমা না দিলে শ্রমিকদের পক্ষ থেকে মামলা দেওয়া হবে।
এ সময় শ্রমিক আলমগীর আল মামুন, সাজ্জাদ মোল্লা ওরফে শরু, জাহাঙ্গীর, আরাফাত খোন্দকার, খোকন প্রামানিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে চলতি মাসের ৫ নভেম্বর রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনের সভাপতি/সম্পাদকসহ তিন নেতার বিরুদ্ধে সাড়ে ১০ কোটি টাকা দূর্নীতির মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে শ্রমিক নেতারা।
এ সময় জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা ২২৮৪)র সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন টুকাই, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সহ সাধারন সম্পাদক আশরাফ প্রামানিক, কোষাধ্যক্ষ ইব্রাহিম মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন।
সাংবাদ সম্মেলনে সভাপতি রকিবুল ইসলাম পিন্টু বলেন, চলতি বছরের গত ৮ অক্টোবর ফরদিপুর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আজকের সারাদেশ পত্রিকায় “রাজবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের টাকা মেরে ৩ নেতা কোটিপতি” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে তাদের ও সংগঠনের সন্মানহানি করতে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে এবং নানাবিধ ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের মামলার কারণে নির্বাচন দিতে চেয়েও পারছেন না। তারা কোন দূর্নীতি বা অনিয়ম এবং গঠনতন্ত্র পরিপন্থি কাজ করেন নাই। আয়-ব্যায়ের সব ধরনের কাজগপত্রাদি ও অডিট কমিটির কাগজপত্র তাদের কাছে আছে। শ্রমকিদের স্বার্থে যা যা করণীয় বর্তমান কমিটি তাই তাই করছে। তবে যারা উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এই ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান।
এদিকে আজকে শ্রমিকদের সংবাদ সম্মেলনে করা অনিয়ম, দূর্নীতি ও নির্বাচন না দেওয়াসহ সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়