রাজবাড়ীতে চোরাই ৩ গরুসহ দুই চোর গ্রেপ্তার

- Update Time : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৮০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার চন্দনী থেকে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধারসহ মোঃ ইছাহাক শেখ (২১) ও মোঃ আলামিন শেখ (২৩) নামে দুই জন গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে সদর থানা পুলিশ এ তথ্য জানান। তবে গরুর প্রকৃত মালিকের সন্ধান এখনও পাওয়া যায় নাই।
গ্রেপ্তারকৃত ইছাহাক শেখ রাজবাড়ীর হরিহরপুর এলাকার ওহাব শেখ ও আলামিন শেখ একই এলাকার কুলু শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, ডিউটিরত অবস্থায় থানার সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে থানা অফিসারদের সহযোহিতায় গত মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদরের চন্দনী ডাউকির বাদশা ফকির এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি ভাড়াকৃত নছিমন থেকে ৩টি গরু উদ্ধার সহ দুইজন চোরকে আটক করেন। পরবর্তীতে সকল আইনি কার্যক্রম সম্পন্ন করে আটকৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। তবে গরুর প্রকৃত মালিকের সন্ধান এখনও পাওয়া যায় নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়