রাজবাড়ীতে পায়ুপথে হেরোইন বহনকারী কয়েদি রাসেলের মৃত্যু

- Update Time : ০৯:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৯৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব কায়দায় পলিথিনের মধ্যে রংতা কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় লাল সুতা দিয়ে বেধে পায়ুপথে ১০ গ্রাম হেরোইন বহন করার সময় রাবেল শেখ ওরফে রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সে বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মোঃ আবুল শেখের ছেলে। পরে তাকে ওই মামলায় কারাগারে পাঠানো হয়। রবিবার বিকেলে অসুস্থ হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
রাত পৌনে ৮টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।
জানাগেছে, গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকস দল দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটা এলাকার প্রবেশ পথে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় রাবেল শেখ ওরফে রাসেলকে গ্রেপ্তার করেন। তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তবে এসময় তার এলোমেলো কথাবার্তায় পুলিশ সদস্যদের আরও সন্দেহ হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়। বিষয়টি স্থানীয় পর্যায়ে একটি বিরল ঘটনা। পরে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে গত ৭ অক্টোবর দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ২ টি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়