রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি’র মৃত্যু

- Update Time : ১০:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ২৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা কারাগারে অবস্থানরত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান জিলাল (৫৫)-এর মৃত্যু হয়েছে। জিলাল রাজবাড়ী সদর উপজেলার ডাডকি সরদারপাড়া গ্রামের মোতালেব সরদারের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরিফ জানিয়েছেন, ২০১০ সালে এডিস আপরাধ দমন আইনে চট্রগ্রামের বায়েজিদবোস্তামি থানায় জিলালের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় যাবজ্জীবন কারাদন্ড হয় ২০১২ সালে। ২০১০ সাল থেকেই জিলাল কারাগারে। চট্রগ্রাম কারাগার থেকে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয় এবং২০১৫ সালে তাকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়। রাজবাড়ী কারাগারে সে দর্জির কাজ করতো। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে অন্যান্য হাজতিদের সাথে গল্পকরা কালিন অবস্থায় হঠাৎ করে জিলাল অসুস্থ হয়ে পরেন। সে সময়ই তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছে জিলালের হার্ড এ্যাটাক হয়েছে। দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়