রাজবাড়ীতে গত দুই দিনের ব্যবধানে দ্বিগুন হলো মরিচের দাম, বেড়েছে পেয়াজ ও আলুর দাম

- Update Time : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ২৬১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মরিচ, পেয়াজ ও আলুর দাম অত্যাধিক বেড়েছে। গত দুই দিনের ব্যাবধানে দ্বিগুন হয়েছে মরিচের বাজার দর। গত সপ্তাহের শেষ দিকে প্রতি কেজি কাচা মরিচ যেখানে ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে। দুই দিন ধরে সে মরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকায়।
এদিকে গত এক সপ্তাহ ধরে পেঁয়াজও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকায়, এক সপ্তাহ ধরে কেজিতে ১০/১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। ৫০ টাকা কেজির এলসি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৭০/৭৫ টাকায়। আর দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।এদিকে বাজারে আলুর সরবরাহ থাকলেও বর্তমানে তা ৪৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।যা গত সপ্তাহের প্রথম দিকে ৪০ টাকায় বিক্রি হয়েছিল।
বাজারে আসা ক্রেতা জালাল ফকির, সাইদুর রহমান বলেন, যে হারে বাজার পরিস্থিতি ক্রয় ক্ষমতা আমাদের নাগালে বাইরে চলে যাচ্ছে এতে আমাদের আর বাচার উপায় নাই। বর্তমানে কাচা মরিচ, পেঁয়াজ ও আলুর দাম সবচেয়ে বেশি। সরকারতো তদারকি করেনা করলে আমাদের মত খেটে খাওয়া মানুষ একটু স্বস্তি পেতাম বলে জানান।
ব্যাবসায়ী সেলিম মিয়া, কালাম মোল্লা বলেন, তাদের কিছু করার নাই। আড়ৎদাদের কাছ থেকে অতিরিক্ত দামে তাদের মালামাল কিনতে হচ্ছে। যে কারণে তারা বাধ্য হচ্ছে বেশি দামে পন্য বিক্রি করতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়