লিবিয়ায় ঘূর্ণিঝড় মৃত পাংশার দুই যুবকের বাড়িতে আহাজারি, নিখোঁজ রয়েছে আরেক যুবক

- Update Time : ১০:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
লিবিয়ায় গত ১০ সেপ্টেম্বর রাতে দানিয়েল নামে ঘূর্ণিঝড় হয়। ওই ঝড়ে রাজবাড়ীর দুইজনসহ ৬ জন বাংলাদেশীর মৃত্যু হয়। রাজবাড়ীর মৃত দুই জনই লিবিয়া হইতে নদী পথে ইতালী যাচ্ছিল। তারা যাবার সময় ঝড়ের কবলে পড়েন এবং মারা যান বলে জানাগেছে।
রাজবাড়ীর মৃতরা হলো, জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের মৃত দুলাল খা’র ছেলে সুজন খা (২৩) এবং একই উপজেলার হাবাসপুর গ্রামের আরশেদ মন্ডলের ছেলে শাহিন মন্ডল (৪০)।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ওই সকল পরিবারের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে সেখানের বাতাস। দুইজনের মরদেহ সেখানে দাফন করা হয়েছে। যদিও ঘূর্ণিঝড়ে নিখোঁজ রয়েছেন, মৃত শাহিন মন্ডলের প্রতিবেশি তরঙ্গ বিশ্বাস নামে আরেক যুবক। যার খোঁজ চান পরিবারের সদস্যরা। তরঙ্গ বিশ^াস নিখোঁজ রয়েছে গত তিন দিন ধরে। তার সন্ধানে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্বজনেরা।
আহাজারিরত মৃত শাহিন মন্ডলের স্ত্রী শাকিলা খাতুন জানিয়েছেন, ৫ মাসের অন্তসত্তা রেখে শাহিন লিবিয়া যায়। বর্তমানে তার ছেলের বয়স ৫ মাস। জন্মের পর দেখে হয়নি তার স্বামীর সাথে ছেলের। কয়েকদিন আগে তার সাথে মোবাইল ফোনে শাহিনের কথা হয়েছে। শাহিন সেখানে ভালো আছে এবং কোন সমস্যায় নেই। ছেলে ও তার মা ফাতেমা বেগমের খোজ খবর নেন। এখন এই ছোট্ট ছেলেকে নিয়ে কিভাবে তাদের সংসার চলবে সেটা নিয়েই চিন্তায় রয়েছেন তিনি।
অপরদিকে, আহাজারিরত সুজনের মা হাসিনা বেগম জানান, সুজনের বয়স যখন ১০ বছর তখন তার বাবা মারা যায়। অনেক কষ্টে তিনি সুজনকে বড় করেন।
সুজনের বড় ভাই জুবায়ের খান জানান, আমরা চার ভাইবোন। সুজন আমার ছোট। ২০১৯ সালে সুজন লিবিয়াতে যায়। অনেক ছোট বয়স থেকে ও প্রবাসে থাকে। সংসারে ভরণপোষণও সে চালাই। গত বুধবার হঠাৎ খবর পেলাম সুজন লিবিয়াতে ঘূর্ণিঝড়ে মারা গেছে। তার মরদেহ কী অবস্থায় আছে জানি না। তবে আমার মামাতো ভাই লিবিয়াতে থাকে। তার মাধ্যমে জানতে পেরেছি সুজনের মরদেহ দাফন হয়ে গেছে। আবার অন্য এক মাধ্যমে খবর পেয়েছি মরদেহ এখনো দাফন করা হয়নি। জানি না তার মরদেহ কোন অবস্থায় আছে।
রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানিয়েছেন, গত বুধবার রাতে তারা বিষয়টি জানার পর মৃতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চালান। ওই দিন রাত ১০টার দিকে মৃত দুই জনের পরিচয় উদ্ধার করতে পেরেছেন।
তিনি আরো বলেন, রাজবাড়ীর মৃত দুই জনই লিবিয়া হইতে নদী পথে ইতালী যাচ্ছিল। তবে যাবার সময় ঝড়ের কবলে পড়েন তারা এবং মৃত্যু বরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়