রাজবাড়ীর জৌকুড়ায় বালু চাপায় নিহত ৩

- Update Time : ১১:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত ভাবে বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর ডিবি’র (বালুর স্তুপ) উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পরে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ১০ চাকার ট্রাক চালক নিহত হয়।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। একই সাথে পরবর্তিতে বিস্তারিত তথ্য জানাবেন বলেও তিনি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়