রাজবাড়ীর নিজ বাড়ীতে উদ্বোধন করা হলো : কাঙালিনী সুফিয়া একাডেমি

- Update Time : ০৮:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউলশিল্পী কাঙালিনী সুফিয়া নামে সুফিয়া একাডেমির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুরের কল্যানপুর বিলপাড়া কাঙালিনী সুফিয়ার বাড়ীর পাশে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সুফিয়া একাডেমির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় বাউলশিল্পী কাঙালিনী সুফিয়াসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হুমায়রা সুলতানা, অআলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসানসহ স্থানীয় এলাকাবাসী।
বক্তরা বলেন, সুফিয়া একাডেমি উদ্বোধনের মাধ্যমে রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন মাইল ফলকের সূচনা হয়েছে। এই একাডেমিতে নিয়মিতভাবে সংস্কৃতি চর্চার পাশাপাশি বাংলার লোকসংস্কৃতি ও কাঙ্গালিনী সুফিয়ার জীবন ও কর্ম সম্পর্কিত বিভিন্ন স্মারক প্রদর্শন করা হবে।
আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন, এমন একজন গুণি ও দেশ বরণ্য শিল্পীর নামে তার নির্বাচনী এলাকায় একােেডমি হওয়া আলীপুর বাসির জন্য বড় পাওয়া। মুলত কাঙালিনী সুফিয়ার জন্ম রাজবাড়ীর বালিয়াকান্দিতে, কিন্তু তার ওই ভাবে থাকার কোন জয়গা ছিলো না। সাবেক জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল এই ইউনিয়নের কল্যানপুর বিলপাড়ার সরকারী ভাবে একটি ঘর করে দেন। তার বাড়ীর পাশে সুফিয়া একাডেমির উদ্বোধন করা হয়েছে। তিনি মনে করেন দেশের অন্যান্যস্থানের মত এই সুফিয়া একাডেমিতে অনেক দর্শনার্থীরা আসবে। এ জন্য তার পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। একাডেমিতে কাঙালিনী সুফিয়া লেখা বই, সম্মাননা, পুরস্কারসহ তার কর্মময় জীবনের দিক তুলে ধরা হবে। এছাড়াও এখানে সংস্কৃতি চর্চা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়