রাজবাড়ীতে নারীদের শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

- Update Time : ০৮:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ৩৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে মাস্টার বাড়ীতে নারীদের শ্লীলতাহানি ও পিটিয়ে জখমের প্রতিবাদে ও জরিতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক লিটন চক্রবর্তী। এসময় বক্তব্য রাখেন সিপিবির রাজবাড়ী জেলা সভাপতি আব্দুস সামাদ মিয়া, জাসদ সভাপতি মুনিরুল হক মুনির, পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, স্বপন কুমার দাস।
মানবন্ধনে বক্তারা জয়দেব কর্মকারের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচন করে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ জুন দুপুরে জয়দেব কর্মকারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাজবাড়ী শহরের সম্ভান্ত মাস্টার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে তাদের উপর হামলা চালায়। এসময় তিন নারীকে পিটিয়ে জখম করা হয়। একই সাথে নারীদের লাঞ্চিত করা হয়। এঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো অভিযুক্ত কাউকে আটক করেনি। দ্রুত হামলাকারীদের গ্রেফতাদের দাবি জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়