রাজবাড়ীতে নারীসহ ৫ জনকে মারপিটের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

- Update Time : ১১:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ৩৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে ভোলা মাস্টার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে নারীসহ পাঁচজনকে পিটিয়ে জখম, শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখার অায়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পড়ে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন।
এ সময় জেলা মহিলা পরিষদের নের্তৃবৃন্দসহ শহরের সুধিজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা এ্যাড. দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লায়লী নাহার, সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২জুন বৃহষ্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের সম্ভান্ত একটি পরিবারের বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে তাদের উপর হামলা চালানো হয়। এসময় তিন নারীকে পিটিয়ে জখম করা হয়। একই সাথে নারীদের লাঞ্চিত করা হয়। পরবর্তীতে মামলা দায়ের করা হলেও দুইট পর মামলা নথিভূক্ত হয়। তবে নেয়া হয়নি নারী নির্যাতন মামলা।
জানাযায়, গত বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১টার দিকে ইস্কন মন্দিরের প্রবেশ পথের নামে জয়দেব কর্মকারের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দূর্বৃত্ত প্রকাশ্য লাঠি শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ীতে প্রবেশ করে। সে সময় দূর্বৃত্তরা তাদের বাড়ীর পেছনের অংশে থাকা পাকা দেয়াল ও বেশ কয়েকটি তাজা গাছ কটতে শুরু করে। ওই সময় তার স্ত্রী শম্পা দত্ত, বড় ভাই অমরেন্দু মজুমদার, মেজ ভাই অমিতেন্দু মজুমদার, মেজ ভাইয়ের স্ত্রী মিতা মজুমদার ও ছোট বোন অর্পনা মজুমদারকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরবর্তীতে এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়