নানা আয়োজনে রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

- Update Time : ১০:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” -এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে একটি বর্ণাঢ্য র্যারী বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী পৌর সভা প্রাঙ্গনে শেষ হয়। রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়্যারম্যান (জেলা ও দায়রা জজ) রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় পৌর মিলনায়তনে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, রাজবাড়ী বারের সভাপতি এটিএম মোস্তফা, পিপি এ্যাড. উজির আলী শেখ, বারের যুগ্ম সম্পাদক ও রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার স্বাগত বক্তব্যে জানান, জেলা লিগ্যাল এইড কমিটি গত এক বছরে জেলায় ২০৮টি মামলা দুই পক্ষের সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছে। এছাড়া জেলা লিগ্যাল এইড কমিটি আসহায় মানুৃষের নিয়মিত বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে। গত এক বছরে টাকা আদায় করে দিয়েছে ৭১ লক্ষ ৯৩ হাজার ৫০০।
লিগ্যাল এইড থেকে আইনী সহায়তা পাওয়া কাকলী আক্তার জানান, একজন আইনজীবী রেখে তার পক্ষ মামলা পরিচালনা করা সম্ভব ছিলনা। এই অবস্থায় জেলা লিগ্যাল কমিটির কাছে আসলে তারা আমাকে বিনা টাকায় একজন আইনজীবী নিয়োগ করে দেয়। আমি ন্যায় বিচার পেয়েছি। কিন্তু এজন্য আমাকে কোন টাকা খরচ হয়নি।
জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) রুহুল আমীন তার বক্তব্যে বলেন, আমরা উচ্চ শিক্ষিত হয়ে আজ বিভিন্ন সরকারি দপ্তরে দায়িত্ব পালন করছি। কিন্তু এই শিক্ষার পেছনে সরকারের টাকা আছে। সেই টাকা জনগণের টাকা। আবার আমাদের বেতনও হয় জনগনের টাকায়। সে জন্য আমাদের কাজ করতে হবে জনগনের জন্য। লিগ্যাল এইড প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের জন্য কাজ করছে। তিনি আরো জানান, মানুষকে জানাতে হবে টাকা পয়সা না থাকলেও আইনি সহায়তা পাওয়া যায়। অনেক মানুষ হয়তো এই বিষয়গুলো জানে না।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়