রাজবাড়ীর ভাজনচালা মাদ্রাসার ছাত্রকে অপহরণের ঘটনায় পাচারকারী গ্রেপ্তার

- Update Time : ০৯:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ৩০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১০ হাজার টাকা ও একটি ভ্যানের লোভে মোবাইল ফোনের লোভ দেখিয়ে অপহরণ করা হয় রাজবাড়ীর ভাজনচালা মাদ্রাসার ছাত্র জুবায়ের হোসেন রিফাদ মোল্লা (১১)কে। অপহরণের দুই দিন যশোর থেকে ট্রেন যোগে ফিরে অাসে ওই মাদ্রাসা ছাত্র।
পরবর্তীতে ছাত্রের শিকারউক্তি ও সিসি টিভি ফুটেজ দেখে পাচারকারীকে গ্রেফতারে অভিযান শুরু করে রাজবাড়ী থানা পুলিশ। যার প্রেক্ষিতে দীর্ঘ প্রায় দেড় মাসের বেশি সময়ের চেষ্টায় যশোর অভয়নগর থানার নওয়াপাড়া এলাকা থেকে মানব পাচাকারী অারিফুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করে রাজবাড়ীতে নিয়ে অাসে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদত হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃত অারিফুল ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানার মঙ্গলপৈতা গ্রামের মৃত খালেক তালুকদারের ছেলে।
জানাযায়, মাত্র একটি ভ্যান বা ১০ হাজার টাকার জন্য (১১ মার্চ) রাজবাড়ী থেকে মোবাইল ফোনের লোভ দেখিয়ে অপহরণ করা হয় রাজবাড়ী ভাজনচালা হাফিজিয় মাদ্রাসার ছাত্র জুবায়ের হোসেন রিফাদকে। পরবর্তীতে ওই ছাত্রের মা রিক্তা বেগম রাজবাড়ী সদর থানায় অভিযোগ করেন। এদিকে মুক্তিপন না পেয়ে ঘটনার দুই দিন পর (১৩ মার্চ) তাকে যশোর থেকে ট্রেনে উঠিয়ে রাজবাড়ী পাঠিয়ে দেয় অপহরণকারী। এরপর ওই ছাত্রের শিকারউক্তি ও সিসি টিভি ফুটেজ দেখে যশোর, ঝিনাইদাহ, বেনাপোল, খুলনাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন রাজবাড়ী সদর থানার একটি টিম। এক পর্যায় (২৮ এপ্রিল) যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকায় মানব পাচারকারী অারিফুলের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষনিক মামলার অায়ু সদর থানার এসঅাই কামরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স গিয়ে ওই পাচারকারীকে গ্রেফতার করে নিয়ে অাসে।
অপহণের বিষয়টি শিকার করে অারিফুল ইসলাম জানায়, কালীগঞ্জের বাশারের ছেলে জুয়েল ও সবুরের নির্দেশে সে ওই ছাত্রকে অপহরণ করে। যার জন্য তখন সে পেয়েছে মাত্র ৩শ টাকা। কাজ সফল হলে তাকে ১০ হাজার টাকা অথবা একটি ভ্যান দেবার কথা ছিল। মোবাইল ফোন দেবার কথা বলে রাজবাড়ী থেকে রিফাদকে অপহরণ করে নিয়ে ঝিনাইদাহের কালীগঞ্জ, যশোরসহ বিভিন্নস্থানে রাখেন। রিফাদের বাড়ীর কোন নম্বর ও সুবিধা না পেয়ে অপহরণের দুই দিন পর যশোর থেকে ট্রেনে রাজবাড়ী পাঠিয়ে দেন।
তিনি অারও জানায়, জুয়েল ও সবুরের হাতে রিফাদকে তুলে দিলে, মুক্তিপন না পেয়ে তারা তাকে হত্যা করতে পারতো। এবং তার দায় পড়তো তার ওপর।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদত হোসেন জানান, উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সৌদি প্রবাসী শাজাহান মোল্লার ছেলে জুবায়ের হোসেন রিফাদ রাজবাড়ী জেলা শহরের দারুল উলুম ভাজনচালা মাদ্রাসার হাফেজিয়া শাখার ছাত্র। চলতি বছরের (১১ মার্চ শুক্রবার) সকালে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে কয়েকজন খেলাধুলা করতে অাসে। সে সময় এক অপরিচিত এক ব্যক্তি তাদের কাছে আসে এবং নানা ধরণের গল্প করে। এক পর্যায়ে ওই ব্যক্তি মোবাইল ফোনের লোভ দেখিয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আসে এবং জুবায়ের হোসেন রিফাদ মোল্লাকে ব্যাটারী চালিত অটোরিকশায় ওঠে। এর পর থেকেই জুবায়ের হোসেন রিফাদ মোল্লার কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। ঘটনার দুই দিন পর হঠাৎ (১৩ মার্চ সোমবার) দুপুরে ওই ছাত্রের নিজ বাড়ীর এলাকা থেকে উদ্ধার করা হয়।
তিনি অারও জানান, পরবর্তীতে ওই ছাত্রের শিকারউক্তি ও সিসি টিভি ফুটেজ অনুযায়ী ঝিনাইদাহ, বেনাপোল, যশোরসহ বিভিন্ন অঞ্চলে রাজবাড়ী থানার একটি টিম কাজ শুরু করে। এক পর্যায় (২৭ এপ্রিল) যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকায় পাচারকারীর সন্ধান পাওয়া যায়। তাৎক্ষনিক মামলার অায়ু সদর থানার এসঅাই কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে অাসে। ওই ব্যক্তি নিজে অপহরণের বিষয়টি শিকার করেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়