দৌলতদিয়ায় ৬ কিলো মিটার জট, অপেক্ষায় ৬০০ যান –

- Update Time : ০৪:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নদী পারের অপেক্ষায় আটকে আছে অন্তত ছয়শ যানবাহন। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় গাড়ির সারি রয়েছে। এরমধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা প্রায় একশ। আজ বুধবার দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার শিহাব উদ্দিন সমকালকে জানান, পচনশীল পণ্যবাহী যান, যাত্রীবাহী বাস ও জরুরি গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা অফিস জানিয়েছে, আজ সকালে কালবৈশাখী ঝড়ে নদী উত্তাল হয়ে যায়। এতে সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বাতাসের কারণে একঘণ্টা ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।
এছাড়া ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে। এতে করে দুর্ভোগের শিকার হন শত শত যাত্রী ও চালক।
আটকে থাকা একাধিক ট্রাকচালক অভিযোগ করেন, কিছু জরুরি গাড়ির সঙ্গে অনেক সাধারণ পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী কোচের চালকরা দালালদের বাড়তি অর্থ দিয়ে পার হয়ে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার শিহাব উদ্দিন বলেন, ঝড়ের পর বর্তমানে (দুপুর সাড়ে ১২টা) ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নিয়ম মাফিকভাবে যানবাহন পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি জানায়, এই নৌরুটের ১৯টি ফেরির মধ্যে এখন দুটি যান্ত্রিক ত্রুটিতে বিকল। পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ফেরি দুটি মেরামত করা হচ্ছে। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়