রাজবাড়ীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –

- Update Time : ০৪:০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ৩৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা পৃথক ৪টি অভিযানে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।
রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার সময় পাংশার মাছপাড়া ডন মোড় বাজারের আজমেরী ডেকোরেটরের সামনে থেকে ২২৫ পিছ ইয়াবাসহ পাংশা উপজেলার বাহাদুর গ্রামের খয়বর মৃধার ছেলে মোঃ মেজর মৃধা ও কানুখালীর আলাউদ্দিন প্রামানিকের ছেলে মোঃ আছাদুজ্জামান প্রামানিক, বিকাল পৌনে ৪টার সময় বালিয়াকান্দি থানার ইসলামপুর ইউনিয়নের কৃষ্ণপুর (কাটাবাড়ীয়া) গ্রামের তৈয়ব শেখের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৫ পিছ ইয়াবাসহ কালুখালী উপজেলার মাঝবাড়ী (কাজীপাড়া) গ্রামের জলিল শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ,
বিকাল ৩টার দিকে রাজবাড়ী সদরের ভবানীপুর গ্রামের আরমান আলীর ৩য় তলা বিল্ডিং এর নিচ তলা রুম থেকে ১০০ পিছ ইয়াবাসহ বালিয়াকান্দি উপজেলার কুরশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আক্তার হোসেন, বাধুলী খালকুলা গ্রামের ছবদুল ওরফে শহিদুল শেখের ছেলে প্রিন্স সবুজ, কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের হানিফ আলীর ছেলে ইদ্রিস আলী,
বুধবার রাত সাড়ে ৯টার সময় রাজবাড়ী সদর থানার খানখানাপুর ছোট ব্রীজ এলাকা থেকে ২০০ পিছ ইয়াবাসহ গোয়ালন্দ ঘাট থানার দরাপেডাঙ্গী সোহরাব শেখের ছেলে মোহাম্মদ আলী, মান্নান দর্জির ছেলে ওবাইদুর রহমান দর্জিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানগুলো পরিচালনা করেন,এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, এসআই মোহাম্ম মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম।
এ ব্যাপারে স্ব স্ব থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়