রাজবাড়ীতে স্কুলের পাশের রাস্তায় শিক্ষিকাকে মারপিট –

- Update Time : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা খাতুন (৩৭) কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে মঙ্গলবার সকালে তিনি রাজবাড়ী থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলো, সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত মোতালেব মুন্সির ছেলে আরব আলী (৪৫), তার ভাই রবিউল ইসলাম, সহযোগি আতিকসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জন।
সহকারী শিক্ষিকা লায়লা খাতুন জানিয়েছেন, প্রধান আসামি আরব আলী তার সাবেক স্বামী। সাংসারিক বনিবনা না হওয়ায় তিনি ২০২১ সালের ১৮ আগষ্ট আবর আলীকে তালাক প্রদান করেন। এর পর থেকেই তিনি ইন্দ্রনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অদুরে একটি বাড়ীতে ভাড়া থেকে বসবাস করছেন। গত সোমবার দুপুরে আরব আলীর নেতৃত্বে আসামিরা তার বিদ্যালয়ে আসে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়ার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করে। সে সময় বিদ্যলয়ের অন্যান্য শিক্ষকরা এসে তাদের প্রতিহত করে। এর পর বিকাল সাড়ে ৫টার দিকে তিনি বিদ্যালয় থেকে বের হয়ে সামনের রাস্তায় যেতেই আসামিরা তার গতিরোধ করে এবং বেধড়ক মারপিট করার পাশাপাশি পড়নে থাকা কাপড় ছিড়ে ফেলে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামান সিকদার জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়